নিয়ম মানো

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩ অক্টোবর ২০২১, রবিবার, ০৩:২৪:৫০অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

  1. মৃত্যুর খেলা দেশটা জুড়ে
  2. প্রতিদিনে বাড়ছে,
  3. নিয়ম কানুন নাহি মানে
  4. মৃত্যুর কাছে হারছে।
  5. জনমনে নেতিবাচক
  6. লেগে আছে কথা,
  7. এমন কথা যায় না বলা
  8. ওই না যথা তথা।
  9. দেশের আইন ভাঙে যারা
  10. মিত্র নয়তো তারা,
  11. আইন ভাঙার সাজা পায় যে
  12. ভাঙে আইন যারা।
  13. করোনার ওই সময় তবে
  14. আতঙ্কে সব আছে,
  15. কেমন করে ভাইরাস থেকে
  16. ধরার মানুষ বাঁচে।
  17. নিয়ম কানুন মেনে চলো
  18. দেশের মানুষ সবে,
  19. ভয়াল কালো ভাইরাস এসে
  20. প্রাণটা কাড়ে তবে।
  21. রচনাকালঃ
  22. ০৫/০৮/২০২১
  23. ৪+৪/৪+২
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ