নিষিদ্ধ চিঠি

নাজমুল হুদা ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০২:৪৮:২৪অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
চিঠিতে প্রেমের উদ্ভট গল্প বলে-
আমার শোয়ার ঘরে কুত্তাটা ক্ষ্যাপছে
আরেকটা ধবধবে কুত্তার ভুলভাল উচ্চারণ
তাজা রক্তে রঞ্জিত- তারপর মানুষের বিছানা।

অতঃপর, একটি উচ্চারণ
রাষ্ট্রীয় কায়দাকানুনে দ্বৈত কুত্তায় সঙ্গম করে।

আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
প্রেমের শেষ আক্ষেপে লিখে-
এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
কুশলে- শতবর্ষী রক্তে দুষিত ভাইরাস ঢুকবে?

ইতি-----
তোমাকে জাতের দেয়াল টপকেও চুমু খাই।

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ