নিশিঘোর অক্ষর

অদ্ভুত শূন্যতা ২১ জুলাই ২০১৩, রবিবার, ১০:১৭:৪৭অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

রাতের গহীন কোলে একলা জেগে থাকি
অন্ধকারের ঘুলঘুলিতে হয়তো ঘুমায় পাখি
অনেক দূরে আকাশ ভরা তারার লুটোপুটি
কোন তারাটা খসে পড়ে খুঁজতে গিয়ে ছুটি
ঝিঁঝিঁর ডাকে নিরবতা একটু খানি থামে
মৌন মায়ার চিঠি আসে অন্ধকারের খামে
আলোতন্বী জোনাকগুলো আপন মনে মাতে
প্রতীক্ষারা বিধুর যেন রাত্রি বাড়ার সাথে
শরীর জুড়ে ক্লান্তি আঁকে অচিন কোন ঘোর
ঘুমের চোখে জেগে থাকি প্রতীক্ষাতে তোর।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ