নির্দয় আকাশ-মেঘ

ছাইরাছ হেলাল ২ জুলাই ২০২১, শুক্রবার, ০৯:০০:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

 

দূরে কোথাও বাজ পড়ার শব্দ ভেসে আসে
কাছ-দূর না দুর-দূর! শুধুই নির্বিকারে হাসে,
বিদ্যুতের আ-তীব্র ঝলক হঠাৎ অজানা অনেক কিছুই
বুঝিয়ে দেয়, দেখতে-বুঝতে না-চাইলেও;

দোষ/নির্দোষ দিনগুলো লজ্জা/উৎসবের মত
অপলক চেয়ে থাকা চোখের মত দেখতে থাকে
একদম-ই হাঁপিয়ে না-উঠে;

গোধূলির শান্ত নীরবতায় এ যেন নিজের কাছে-ই
নিজের ফিরে যাওয়া;

আকাশের কিনারায় ছেয়ে-যাওয়া/চুমু-খাওয়া
আগুন-লাল ছায়া-সঙ্গ মেঘদের দেখে, সাত-তাড়াতাড়ি
ভাবি, অধি-কিঞ্চিত হলেও, নিরাল-ঝড়! সে-তো আসবেই,
অপেক্ষা! সে-তো সামান্যের-ই;

গান ও ছবি নেটের।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ