নিপুণ শব্দস্রোত

শাহ আলম বাদশা ৫ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৯:০৮:৪৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

নিপুণ শব্দস্রোত<br /><br /><br /><br />
শাহ আলম বাদশা</p><br /><br /><br />
<p>কবিতা-সুন্দরীর ছন্দিত ভুবনে আমি খুঁজি তার<br /><br /><br /><br />
নন্দিত শরীর। বিপুল শব্দস্রোতে ভাসিয়ে হৃদয়কন্দর<br /><br /><br /><br />
সাঁতার কেটে চলি দ্রুতগামী মাছের মতোন!<br /><br /><br /><br />
কবিতাপাগল অন্ধ আমি ছন্দে ছন্দে<br /><br /><br /><br />
খুঁজি তার অনিন্দ্য-সুন্দর অভিসারী যৌবন? </p><br /><br /><br />
<p>বন্ধুরা বলে, গদ্যের যুগে ছন্দের কী দাম<br /><br /><br /><br />
রূপক কবিতা্রাও আজ কবিতা নয়;<br /><br /><br /><br />
স্রেফ পত্রিকার কলামের মতোই কলাম<br /><br /><br /><br />
সাজিয়ে দাও গেঁথে দুর্বোধ্য কিছু শব্দসম্ভার!</p><br /><br /><br />
<p>অনবদ্য যৌবনা-কবিতার অনিটোল রূপ<br /><br /><br /><br />
মাড়িয়ে তাই আমি তুলে আনি আদি ছন্দ-সুর<br /><br /><br /><br />
ছন্দিত কবিতা কি তবে কবিতা নয়, অথচ কী সুন্দর;<br /><br /><br /><br />
অসুন্দর মানেই তো জানি ছন্দপতন খুব<br /><br /><br /><br />
নারীসুষমাও কবিতার অশরীরী কায়ার মতোন--</p><br /><br /><br />
<p>বন্ধুরা বলে, সবার জন্য কবিতা নয়, তাই<br /><br /><br /><br />
মুড়িয়ে দাও কবিতায় এক দুর্লঙ্ঘ আবরণ।<br /><br /><br /><br />
হায় কবিতা, তুমি কি তবে অবগুণ্ঠিত নারী<br /><br /><br /><br />
বুঝিনা আমি, নিপুণ শব্দস্রোতেই শুধু সাঁতরাই!!

কবিতা-সুন্দরীর ছন্দিত ভুবনে আমি খুঁজি তার
নন্দিত শরীর। বিপুল শব্দস্রোতে ভাসিয়ে হৃদয়কন্দর…
সাঁতার কেটে চলি দ্রুতগামী মাছের মতোন!
কবিতাপাগল অন্ধ আমি ছন্দে ছন্দে
খুঁজি তার অনিন্দ্য-সুন্দর অভিসারী যৌবন?

বন্ধুরা বলে, গদ্যের যুগে ছন্দের কী দাম
রূপক কবিতা্রাও আজ কবিতা নয়;
স্রেফ পত্রিকার কলামের মতোই কলাম
সাজিয়ে দাও গেঁথে দুর্বোধ্য কিছু শব্দসম্ভার!

অনবদ্য যৌবনা-কবিতার অনিটোল রূপ
মাড়িয়ে তাই আমি তুলে আনি আদি ছন্দ-সুর
ছন্দিত কবিতা কি তবে কবিতা নয়, অথচ কী সুন্দর;
অসুন্দর মানেই তো জানি ছন্দপতন খুব
নারীসুষমাও কবিতার অশরীরী কায়ার মতোন–

বন্ধুরা বলে, সবার জন্য কবিতা নয়, তাই
মুড়িয়ে দাও কবিতায় এক দুর্লঙ্ঘ আবরণ।
হায় কবিতা, তুমি কি তবে অবগুণ্ঠিত নারী
বুঝিনা আমি, নিপুণ শব্দস্রোতেই শুধু সাঁতরাই!!

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ