আলোর মিছিলের হাতছানিতে
চাওয়াপাওয়ার স্বপ্নবিভোরতায় ক্লিষ্ট প্রেম
ছোটাছুটি করে ঘরের আনাচেকানাচে।

নিভুনিভু থেকে ম্লান হয়েছে বৈদেহিক স্বচ্ছতা,
চাওয়া-পাওয়ার তীব্র অনুভূতিতে
যেনো প্রলেপ পরেছে দু'জনারই।

অভিমানী বুকে ডুকরে ওঠে চাপাকান্না
গাল ভিজে ওঠে নোনা অশ্রুতে,
দিনরাত্রির অক্ষীবিলাসে স্বপ্নেরা আসে
যাঁতাকল পৃষ্ট দুঃস্বপ্নের মতন।

সোনালী ভোরের আলোয়
মিশে থাকা বিরহকে সঙ্গী করে,
রাত্রীতে মশাল হাতে সামিল হই
নীলকন্ঠী ময়ুরের মিছিলে।

করোনাকালের লকডাউনে
ঘরবন্দী প্রেমিকের উথালপাতাল মনে
সন্ধিবিহীন দাবিদাওয়া একটাই-
নিরবচ্ছিন্ন প্রেম চাই, দিতে হবে।

[ছবি- নেট থেকে]

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ