নারীর গন্তব্য !!

সুপর্ণা ফাল্গুনী ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১২:০০:০৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

চলছে জীবন গাড়ি!
জানালায় চোখ রেখে নারী ভাবে-
ফেলে আসা ধূলো পড়া স্মৃতির পসরা;
স্টেশনগুলোতে তখনো ধূলো পড়েনি,
পলেস্তারা খসে পড়েনি প্রাচীরের বুক চিঁড়ে।
আবছায়া স্টেশন পড়ে থাকে-
চোখের কার্নিশ সরিয়ে অতীত বাতায়নে;
জীবন ভবিতব্যে ছুটছে!
মন ছুটছে নাড়ী কাটা আতুরাবাসে-
যেখানে আতুরের গন্ধ লেগে থাকে পরম মমতায়;
সে-ই গন্ধ ও একসময় হারিয়ে যায় সময়ের স্রোতে।
নারী! ছুটছে!! ছুটছে!!! ইহকালের গন্তব্যে;
চিরস্থায়ী বন্দোবস্ত পাকাপোক্ত করতে।

ছবি-গুগল

রচনা-১৯শে জানুয়ারী ২০২১

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ