নববধুর করুন কান্না, পাঠ ২

সঞ্জয় মালাকার ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০১:১২:৪৭পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

নববধূর করুন কানানা,, পর্ব ২//

ক্ষমা কর স্বামী আমায়, আমি এখন পাপি
ভাসুর শ্বশুর সবাই এখন এক হাতে দেয় তালি,
প্রথম তোমায় না বলিয়া ভুল করেছি আমি।

স্বামী,
বলতে যদি আগে তুমি, থাকতো না গো দুঃখ
দুঃখ ভুলে বুকে নিতামা মুছে সব কলঙ্ক।
এইকথা শুনিয়া স্বামীর মাথায় পড়লো বাঁঝ
হাহুতাশে প্রবাস ঘরে কাটায় দিন রাত।

শুনতে শুনতে মায়ে কাছে বললো কিছু কথা
মা শুনিয়া বলে তখন সব কিছুই তো মিথ্যা,
আগে কখনো বলেনি তো এমন অশুভ কথা!
বৌয়ের কথা কান দিস না, আমি বলছি তোর মা
আড়শী পড়শী শুনলে তখন যাবে মাতা কাটা।

মায়ের কথা ছেলে শুনে অবাক হয়ে রইল,
বললো শেষে মা-গো আমি কেমন করে সইবো,
এমন কথা আমিও তোমায় বলছি আরো কত,
মা-গো তোমার কাছে চাওয়রা ছিল সুখের একটু আশা
তুমিও দিলে কলসি ভরে কলঙ্কের ভরসা।

মাগো একে একে সুখ শান্তি সব দিলাম তোমাদের
মা এবার তোমার মুক্তি দাঁও শান্তি দাও আমারে!
মা-গো করুন মতি নববধূর শুননিতো কান্না
সত্য যদি না হইতো বলতামনা গো মা কথা।

মা তোমার কাছে বলছে কতো, জানে আড়শি পড়শী,
তবে কেনে মিথ্যে বলে দিচ্ছ সবাই গালি,
মা-গো বছর ছয় এক পেরিয়ে গেলো, শুনলাম নাতো আগে,
মিথ্যে যদি হতো মা বলতো না আমার কাছে।

মাগো করুন মতি নববধূ, মাত্র কয়মাস হলো
কেমন করে বলো দেখি এমন অবশ্য এলো!,
মাগো ভাইটা আমার বদঅভ্যেসি জানাই ছিলো আগে,
জেনে শুনেই দিয়ে ছিলাম তোমাদের হাতে,
তোমারা এখন বলছ কেনো বৌটা শুধু খারাপ!
মা-গো অপবাদ দেবার আগে একটু ভেবে দেখো
তুমি নারী, সেও নারী, কলঙ্ক টা কতো।

মা-গো অবুঝ ছিলো নববধূ, ছিলে না তো তোমারা!
আমি তোমার পুত্র মা-গো ছিলো না সে একা।
মাগো এক ছেলেকে দেখলে তুমি, সায় দিয়েছ মাথা!
মথা কাটা যাবে মা জানলে পড়শি পাড়ার।

মা-গো বিয়ের পরে বউ পেয়েছি মাত্র তিন মাস
এই সময়ে ভাব বুঝেছি ভাইয়ের সকল স্বভাব,
মা-গো ভাই ছিলো বদঅভ্যেসি মুখ ফুটে বলো
এই স্বভাবে সমাজ নষ্ট এই কথা টা বলো।

বৌ বুঝেনি স্বামীর সংসার কেমন স্বাদের হয়
স্বাদ বুঝিয়া ভাইটা আমার এমন কথা কয়।

মাগো সব শেষে বলছি তোমায় মনের দুটি কাথা
সংসার নিয়ে ভাবতে আর ভালো লাগে না,
মুক্তি দাঁও এইবার তোমরা, কপাল ভাঙা রামনীর।
মা-গো পাটিয়ে দাও বাপের বাড়ি থাকুক না দুই চার দিন।
আমি শান্তি তোমরাও শান্তি, থাকবে না দুঃখী দিন।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ