নদী নক্ষত্রের দেশে

জাহাঙ্গীর আলম অপূর্ব ৪ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৯:২২:১৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
  1. মাতাপিতার সুদীর্ঘ পরিকল্পনার পর
  2. এই নদী নক্ষত্র দেশে এসেছি আমি
  3. অজস্র নদীর ভীড়ে আমার জীবনের
    সোনালী স্বপ্ন গুলো হারিয়ে গেছে
    খুঁজে পায় না সেই স্বপ্ন গুলোকে
    নক্ষত্রের বর্ণিল আলোর জন্য।
    জীবন তো নদীর ঢেউয়ের মতো দোল খায়
    নক্ষত্রের আলোর কাছে জীবন,
    আবার ঘুরে দাঁড়ানোর শক্তি পায়,
    জীবন মান সংগ্রাম ঘাত প্রতিঘাত
    স্বপ্নের বাতিঘর
    যে খানে স্বপ্নের বিচরণ শুধু।
    আশা ছিল এই নদী নক্ষত্রের দেশে
    সকল আশা হবে পূরণ
    নদীর ভীড়ে সকল স্বপ্ন ম্লান হয়ে যায়
    সহজে ছোঁয়া যায় না স্বপ্ন গুলোকে
    পূরণ তো অনেক দূরের কথা,
    তবুও আমি হয়নি আশাতীত।
    রচনাকালঃ
    ২৩/০১/২০২১
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ