নদীতীর ভেসে যায়

ছাইরাছ হেলাল ৩ নভেম্বর ২০২১, বুধবার, ০৩:০৭:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

 

কোন কিংবদন্তি ছুটে আসে-না, আসে-নি,
ধন্বন্তরি উপশম হাতে, উদ্বিগ্নতায় চোখ ঢেলে
বিমূর্ত আলোকবর্ষে;
অধরা যখন সুখচক্রের পাখ-পাখালি,
নিষিদ্ধ গল্পের মত;

বিলাসী নদীতীরেরা ক্রমাগত ভেসে যাচ্ছে
মতিচ্ছন্ন রাজনীতি মেনে,
পরবাসী ভোর দূরে থেকে-ই দূরে মিলিয়ে যাচ্ছে
কিছু না-লিখে রেখেই;

বাসা-বদল করা অনিদ্রারা শুধুই ব্যক্তিগত নাটক
রচনার পটভূমি খুঁজতে থাকে, ক্রমাগত;

সবুজ সকালের শিশির-গন্ধে, থেকে যায় শুধু
সামান্য কিছু ইনিয়ে বিনিয়ে না-বলা আক্ষেপ-বার্তা।

ছবি নেটের।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ