নতুন বছরের নতুন সূর্য

কামাল উদ্দিন ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৭:৫০:১৪অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

নব বর্ষের নতুন সূর্য
আবার উঠিল ভূমে,
পুরান বছর হারিয়ে গেল
মহাকাল মহাধুমে ।

সময় চাকার নাহিকো বিরাম
আবিরাম চলে ছুটে,
মানব জীবন কুঁড়ে কুঁড়ে খায়
কালের ধরালো ঠোটে ।

হতাশ মানব বিরস মনে
আশার স্বপন বুনে,
নতুন বছর দ্রুত ফুরিয়ে
বিদায়ের দিন গোনে ।

পুরানো সকল বেদনা সুখের
স্মৃতির ফলক রেখে,
নতুন বছর যাত্রা করে
সুখের স্বপন দেখে ।

কদিন যেতেই নতুন ঝিমায়
সেই পুরাতন রোগে,
মানুষ আবার নিরাশার জালে
হতাশার বানে ভোগে ।

জানুয়ারী ২০০৯ সালে লেখা / ছবি গুগল মামু থেকে ধার নেওয়া

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ