নতজানু জল

ছাইরাছ হেলাল ৬ মার্চ ২০১৭, সোমবার, ০১:১২:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

সোনালী হুইসেল থেমেছে সেই কখন
খ্যাপা জ্বলন্ত সূর্যের নীচে কাঠফাটা রোদে,
রসেবশে খেই হারানো সাত-পাঁচ কথার ভিড়ে।
ঘুমিয়ে ঘুমিয়ে লিখছিনে
যত্তসব খাপছাড়াদের সাথে মিলেমিশে!!
ধুর, গনগনে গ্রীষ্মের আকাশ গেল ঢেকে
খণ্ড খণ্ড মেঘের আড়ালে।

প্রেতানন্দে মাতি আনন্দ বাগানের উচ্ছলতায়
প্রতিপালনের অপেক্ষায় থাকে এক-বুক বসন্ত-প্রার্থনা,
চকচকে জল নতজানু হয় পায়েল পায়ের নূপুর বাজিয়ে
স্ফটিক শুভ্রতায় গা দুলিয়ে,
বসন্ত! সে কোথায় হারিয়ে গেল!!

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ