নগরীর বখাটেনামা

নাজমুল হুদা ৭ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ১১:১২:২৮অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

চোখের রেটিনায় ধরা খায় আমার আহত বিবেক;

দেখি যথাক্রমে-
বন্ধু-বান্ধব, মোড়ল বাড়ির কুকুরের মতো হাঁক দেয়
লালা ঝরায় ততক্ষণে- রোদে শিকার ধরা শিয়ালের ন্যায়।

সেই থেকে আর কোনোদিন বন্ধু-বান্ধব নয়
বুঝি পৃথিবী মতোই ঘুরপাক খায় চোখের পাশে
কুকুরের পৈশাচিক কায়দায় সহস্র জিভের ডগা
শিয়ালের ছিঁড়ে খাওয়া সনাতন দশটি আঙুল

মনের আয়নায় ভাসে উল্লেখিত পশুদের কার্যকরণ;

সদ্য কৈশোরে উত্তীর্ণ ঝুঁটি করা কোমল কিশোরী
ক্যান্সারে আসক্ত স্বামীর কেমোথেরাপি তুল্য শ্রেষ্ঠাঙ্গী
ছিলো, আছে-
আজো কুকুর আর শিয়ালের সারসংক্ষেপিত দৃষ্টিতে।

জীবিকার দায়ে অবিরাম ছুটে যায়- ওরা?
ঝুলে থাকে কোনো শব্দ শ্রমিকের জমকালো শব্দের বহরে
থেমে যাওয়ার শানে নুযুল শুনে অপুষ্টিজনিত রাষ্ট্রের গলায়।

উপসংহারে-
শিয়াল, কুকুর, মানুষ আবারও যদি একবার
দাঁড়ায়- বনফুলের নিমগাছের ছায়ায় নিরব নিঃশ্বাসে
মুখ তুলে দেখবে; নিরাপদে বখাটেহীন আমার শুদ্ধ নগরী।

নেত্রকোনা, ময়মনসিংহ

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ