ধিক আমাকে

খাদিজাতুল কুবরা ৮ জুলাই ২০২০, বুধবার, ১২:৪১:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

আমি আমার জন্য আসিনি পৃথিবীতে,
এসেছি সৃষ্টিকর্তার পাবন্দি করতে।
অথচ আমরা উন্মুখ থাকি নিজের স্তুতিতে।
সৃষ্টির উদ্দেশ্যই অপরের কল্যাণে,
পরস্পরকে ছাড়া একটি মুহূর্ত চলেনা জীবনে।
কি লাভ ডুবে থেকে আপনাতে,
প্রতিবেশী শিশুটির ভুখা মিছিল যদি না পাই শুনতে।
যদি সে ঘুমিয়ে পড়ে কাঁদতে কাঁদতে।
এ লজ্জা কোথায় রাখি,
অথচ উদর ফুর্তি করে ভাতঘুমে বিভোর আমার আঁখি।
শিশুটির ঘুম ভাঙেনি ভুখা মিছিলে শামিল হতে,
প্রাত নিদ্রায় ব্যাঘাত ঘটালো তার মায়ের রোনাজারিতে।
বিরক্ত মুখে চিন্তিত আমি অসময়ে
আমার বাছার ঘুম ভেঙে যাওয়াতে।
তবুও আমি আবার ব্যস্ত হয়ে পড়ি
সকালের নাশতার মেনুতে...
বস্তিতে কে মরেছে আমার কি তাতে,
আমার সন্তান থাকুক দুধে- ভাতে।
ধিক শত ধিক আমাকে,
আমরা কুণ্ঠিত নই নিজেকে মানুষ পরিচয় দিতে।

#ছবি গুগল থেকে

০৬/০৭/২০২০ইং

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ