ধানসিড়ি নদীটির বাঁকে

ছাইরাছ হেলাল ১৮ মে ২০২১, মঙ্গলবার, ০৯:৪৩:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

 

উঠি উঠি সকাল-না,
প্রচণ্ড সকালে জানলার ধার ঘেঁসে দাঁড়িয়ে আছি,
ঈষৎ বাঁকা বাঁকা হয়ে, তির্যক সূর্যালোক এড়িয়ে যাব
এমন ভাবনা ভেবে ভেবে;

সুস্থির শান্ত অহেতুক মিষ্টি মিষ্টি আলাপচ্ছলতা,
হাল্কা আগুনে-আঁচ পাশ কাটিয়ে, প্রচ্ছন্ন আম গাছের
ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট পাখিটিকে দেখতে পাচ্ছি
চুন চুন করে ভেসে আসা গন্ধে গন্ধে;

পাল্টে যাওয়া গতকাল;
আজ নূতন পাখিদের আনাগোনা, প্রকারান্তরে
এ-তো তাদের-ই স্বপ্ন-নীড়, ধুয়ে মুছে সাফ সুরত করা;

দূর নিকটে দাঁড়িয়ে কেউ এক জন ভাবে
স্বগতোক্তির মত মিহি স্বরে,
অলস-আপন এ টাইমে বস্তা পচা মেরামত অযোগ্য
কত কিছুই-না লেখা হোত গাল-গল্পের সাথে,
বাক বিতণ্ডায়, ব্যঙ্গোক্তি বক্রোক্তিতে গোচরে অগোচরে,
এখানে ওখানে সেখানে, নিখোঁজ নিরুদ্দেশে, কুহকের শব্দ-ঘ্রাণে;
একাকীর একান্তে বয়ে চলা ধানসিড়ি নদীটির বাঁকে বাঁকে।

ছবি নেট থেকে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ