ধনী ও দরিদ্র,দূষিত পৃথিবী

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৬ আগস্ট ২০২১, সোমবার, ১১:৩৩:৫৬পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

দরিদ্র কয় ও ধনী ভাই

আছিস সুখে তোরা,
খাদ্য বিহীন উপোস থাকি
দরিদ্র যে মোরা।

 

সুখের সাথে তোদের কাটে
দিন যে কত ভালো,
দুখের সাথে জীবন কাটে'
কষ্ট ভীষণ কালো।

 

একটু খাদ্যের জন্য মোরা
কষ্ট করি কত,
মন খুশিতে নষ্ট করে
খাদ্য শত শত।

 

অট্টালিকার উপর বসে
মন খুশিতে হাসি,
নিত্য দিনে মোদের জন্য
খাদ্য পঁচা বাসি।

 

এভাবেই তো জীবন নদে
নৌকা বয়ে চলে ,
ও ধনী ভাই জীবন কষ্টে
চলি নানা ঝলে।



রচনাকালঃ
০৭/০৭/২০২১

৪+৪/৪+২
---------------------------------
দূষিত পৃথিবী
জাহাঙ্গীর আলম অপূর্ব

এমন দূষিত ধরা আমি চাইনি তো কভু
চেয়েছিলাম রে ভ্রাতা দূষণহীন ভূ তবু।
যেখানে আছে আমার খোলামেলা বিচরণ
সতত সবাই কাটে সারাবেলা ভাই বন।

বিচার বিহীন সবে দূষণ করে যে ধরা
তারে তরে পৃথিবীতে শুধু শুধু হয় খরা।
মানুষের হয় শুধু নানা ধরনের রোগ
মাটি,পানি দূষণ যে নানা রোগে ভাই ভোগ।

পরিবেশের সাথে যে মানুষের নাই যোগ
গাছগাছালি কাটিয়ে সবে সয় দুর্ভোগ।
নাই ভ্রাতা তত ভালো আগের মতোই ধরা
দূষণে দূষণে ভ্রাতা এই পৃথিবীটা  ভরা।

নাই কোথায় রে ভ্রাতা একটু ভালো যে কিছু
যদি থাকে তা আনার সবে ছুটে পিছু পিছু।
আগে মতো পৃথিবীতে ডাকে না তো কভু পাখি
একটু পাখির ডাক শোনা তরে চেয়ে থাকি।

পরিবেশ দূষিত রে সব কিছু বদ ফল
পানি দূষণের হেতু যেখানে সেখানে মল।
এমন হওয়ায় যে সকল জিনিস আনা
নাই কেউ ভ্রাতা ভালো এ বিষয়ে শুধু জানা।

 

রচনাকালঃ
০৭/০৭/২০২১

৮+৮ অক্ষর বৃত্ত ছন্দ

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ