দৈব শক্তি

নাজমুল হুদা ২৫ মার্চ ২০২০, বুধবার, ০৩:২৫:০৫অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

খুব দূরে সরাতে সরাতে তোমাকে
কখন আপন করে লও আমাকে

তীক্ষ্ম দৃষ্টিতে তাও অনাবিষ্কৃত
তাহলে কি বলব আমি
একি কেবল তোমাদের দৈব শক্তি?

বুকে গুঁজে রেখেছো নাকি
কোথায়- যেন কম্পন উঠছে
পৃথিবী একটা শব্দে আতংকিত
দূরে সরাতে সরাতে মাংসতন্ত্র সরে না।

নেত্রকোণা, ময়মনসিংহ

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ