দুঃসাধ্য অভিযান

এজহারুল এইচ শেখ ৯ অক্টোবর ২০১২, মঙ্গলবার, ১১:১৯:৩৮পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৬ মন্তব্য

গভীর তমসা ঘন,
রাত বাড়ে!
দূর আকাশের ধূমকেতু,
শান দেওয়া বান ভেদ করে,
আমার পৃথিবীর বুক!
কেন্দ্রমন্ডলের চিৎকার
করা জ্বালামুখের লাভায়,
প্রশ্ন একটাই ! আমার চাদে ,
কে তুমি?

বায়ুবিহীন! পতকা ওড়ে!
আমার ক্লান্ত নীল,
বাদ পড়ে!
আমার নাসায়,
আমার পালা পড়ে!
আমার কৌতূহল,হয় চঞ্চল গতি,
বিদগ্ধ আয়ু বায়ু তাপ,
ভেদ করে! আয়নার সামনে
এসে প্রশ্ন করি! কে আমি?
ডালে ভাতে পুষ্ট,
পাজরে বাকানো,
রক্ত-মাংসে জড়ানো,
আমার চাদে বাস কর!
প্রশ্ন একটাই! কে আমি?
পাহাড়ের বুকে,
শুধু তারই প্রতিধ্বনি শুনি!

@ Home,
Date-05/09/2012
Time-12:54am

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ