দুঃখ রোদন

রকিব লিখন ৩১ অক্টোবর ২০১৪, শুক্রবার, ১১:৫৩:৩৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

সাদা সাদা ঘাস আমার বুকের জমিনে
বরফ হওয়া জল পাথর পিরামিড ভুবনে
দানাদার তুষার অদৃশ্য অগ্নির দাপটে
মসৃণ পথে ধোঁয়া ওঠা অতীত বসন্তে
আমার কাব্য রোদন করে চাপা ঘাসে
আমার শূন্য দৃষ্টি কফিনে মোড়া মেঘে ভাসে
আলুথালু জীবন আকালে আকালে স্বপ্নহীন
সান্দ্র নদে স্রোতের জোয়ারে দুঃখ সীমাহীন
স্বপ্ন বুদ বুদ তোলে নিত্য ছিকল বিকলের ছলে
ভেঙ্গে যায় স্বপ্ন মিশে যাই নপুংসকের দলে
অবারিত প্রেম জড়িয়ে হিমশীতল রুক্ষচর
অবাক পৃথিবীকে ভালবেসে আমি হয়েছি পর।।

৩০ অক্টোবর, ২০১৪ খ্রিষ্টাব্দ।।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ