* ডেট
* ডেট
* ডেট

ইংরেজীতে বলা তিনটি শব্দ একই রকম শোনালেও অর্থ ভিন্ন। প্রথমটি তারিখ , ২য়টি খেজুর, ৩য়টি প্রিয়জনের সাথে কাটানো বিশেষ দিনক্ষণ কে বোঝানো হয় । আবার তিনটির সাথে সম্পর্কও বেশ নিবিড় । তারিখ যা চিরকালীন, খেজুর যার মিষ্টত্ব থাকে বহুদিন, আর প্রিয়জনের সাথে কাটানো দিনক্ষণ যা কখনো মুছে যাওয়ার নয়। অপ্রিয়তায়ও অমলিন থাকে শেষ দিনের শেষ মুহূর্ত পর্যন্ত।

চার অক্ষরের ভালোবাসা শুধু কি চার অক্ষরেই সীমাবদ্ধতা নিয়ে পরে থাকতে পারে !! ভালোবাসি বলা না বলায় প্রেম অবগুণ্ঠনে ঢেকে থাকে না। মাটির সাথে আকাশের প্রেম, সবুজের সাথে সজীবতা , সমুদ্রের সাথে বালির , মেঘের সাথে বৃষ্টির , চোখের সাথে কাজলের আর ফাগুনের প্রতি নদীর প্রেম কখনো চার অক্ষরের মাঝে লেখা হবে না।

পৃথিবীর প্রথম থেকে সমাপ্ত হওয়ার মাঝে নদী-ফাগুন জন্ম নিবে বারবার, অসমাপ্ত প্রেম-গাঁথা সমাপ্ত করতে।
হয়তো তাদের দেখা হবে, হয়তো হবেনা । ভালোবাসা দীর্ঘ হয়ে দীর্ঘতর হয়ে পরিনত হয় দীর্ঘ মেয়াদী ভালোবাসায় ...

হয়তো দেখা হবে,
স্মৃতির এ্যালবামে আলোকিত হয়ে রবে ফাগুন-নদীর জন্ম-জন্মান্তরের উজ্জ্বলতম ইতিহাস।
অতীত বর্তমানের সীমাবদ্ধতার শৃঙ্খল ভেঙে অমরত্বের মহিমায় মহিমান্বিত প্রেম উজ্জীবিত হবে বারংবার।

প্রেমের শুরু-সমাপ্তি নেই
যেদিন আপন নিঃশ্বাস জড়ায় অনুভবে,
ভালোবাসার শেকড় স্পর্শ করে স্বর্গের প্রথম সোপানে,

নিরন্তর ভালো-লাগা পৌঁছুতে চায়
প্রেমের স্বর্গোদ্যানে ,
ক্লান্তিহীন প্রেম অমরত্বের আস্বাদনে
খুঁজে নেয় আবে-শবাব ....

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ