ত্যাদড় বালক

শুভ্র রফিক ২৫ জানুয়ারি ২০১৬, সোমবার, ১১:২২:০৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

ওরে খোকা গেলি কই?
আয় দেখি এখেনে।
কেমন করে অংক করি
ভাল করে দেখে নে।

দুই এ দুই এ চার হয়
কিভাবে তা জানিসনে?
তুই নাকি উস্তাদের
কথা কিছু মানিসনে?

বল দেখি রবি ঠাকুর
কি কারণে নোবেল পায়?
ও পাড়ার ভুতু কেন
হেরে গলায় গান গায়?

কিছুই পারিসনে তবে
কি শিখেছিস বিদ্যে?
পরীক্ষায় ডিম পাবি
পদ্যে আর গদ্যে।

গত কাল নালিশ করল
বাংলার মাস্টার,
তুই নাকি ক্লাসে তার
লুকিয়েছিস ডাস্টার?

ষাণ্মাসিক পরীক্ষায়
গণিতে পাস জিরো,
পথেঘাটে জিন্স পড়ে
হয়ে যাস হিরো?

ভুগোলেতে গোল পাস,
ইংলিশে কাচা,
তোর নিয়ে ভেবে মরি
পারিনে আর বাছা।

নিধুবাবু বলে গেল
তোদের বিজ্ঞান শিক্ষক
প্রাকটিক্যাল ক্লাসে নাকি
খালি কাশিস খক খক?

জ্যামিতিতে তোর নাকি
মাথা মোটেও খেলে না?
মোবাইল নিয়ে নাকি
বসে করিস খেলনা?

বিদ্যে কি অত সোজা
পড়ে থাকে রাস্তায়?
ছোট বেলা যে না শেখে
বড় হলে পস্তায়।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ