তোমার স্পর্শ পেলে

কামরুল ইসলাম ২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ০২:৫৫:৩০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

তোমার স্পর্শ পেলেই, আমার সত্তা জুড়ে
কবিতারা জেগে উঠে, কাঁশ ফুলের স্নিগ্ধতায়
শব্দরা শিহরীত হয়, উষ্ণ আবেশে
এক ঝাঁক বলাকা, উড়ে যায় নীলিমায়
কাঁশ বনের বুক চিড়ে, ইচ্ছে ডানায় ।

তোমার স্পর্শ পেলেই, কবিতার খাতা জুড়ে
আলপনার বুকে ঠোট ভেজাই, চরম উত্তেজনায়
পরম প্রাপ্তিতে সুবাসিত করি, উপমা দেবীর শরীর
চার দেয়ালের নিস্তব্দতায়, রচি একাকীত্বের প্রেম
নিবিড় আলিঙ্গিনে, কাব্য গাঁথা সমারোহে ।

তোমার স্পর্শ পেলেই, হাত বাড়াই আকাশের নীলে
শরতের শুভ্র মেঘের বুকে, মুখ লুকাই
কোমলতা খুঁজি, গভীরে, নিঃশ্বাসে
ভেসে যাই মহা কাব্যের স্রোতে, প্রতিকুলে
আমার আমি কে হারাই, আত্মভুলে ।

তোমার স্পর্শ পেলেই, আমি থাকি বেশ
চার পাশ আবৃত আমার , গীতি কাব্যের দেশ ।।

 

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ