তেতুল ধর্ম

মো: মোয়াজ্জেম হোসেন অপু ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ০১:০৬:০৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
পাকা তেতুল

আবোল তাবোল

 

তেতুল ধর্ম

------------------------------------

হাই প্রেশার কিংবা লো প্রেশার,

উভয় রুগীই এখন তেতুল খেতে চায়,

তেতুল মুন্সি, আলুর মতোই তুমি,

আলু যেমন সব তরকারিতেই খাটে,

তেতুল তোমায় সব রাজনীতিতেই লাগে।

 

ওনার সাথে বৈঠক করিলে,

তেতুল তুমি দেশদ্রোহী।

তিনার সাথে লং-ড্রাইভে গেলে,

তেতুল তুমি দেশপ্রেমি।

 

নিজের মানি বেগে ছবি রেখে,

ছবি তোলা হারাম বলে,

তেতুল তুমি ময়দান কাঁপাও।

ইউটিউবে চেনেলে খুলে,

টিভি দেখা নাজায়েজ বলে,

তেতুল তুমি গলা ফাটাও।

নারীকে মানুষ না ভেবে

তেতুল ভেবে লালা ফালাও।

 

তেতুল সবাই খায়,

জিন্দাবাদও খায়,জয় বাংলাও খায়।

ভাগাভাগি করে খায়,কারাকারি করেও খায়।

বাংলাদেশী জাতীয়তাবাদ

কিংবা বাঙালী জাতীয়তাবাদ

সবাই তেতুল খায় তেতুল মুন্সিকেই চায়।

 

আসলে তেতুল মুন্সি তুমি কার?

শুধুই মাধ্যম,কারো ক্ষমতা ধরে রাখার?

কিংবা সিড়ি, কারো ক্ষমতায় যাবার?

না কি ইসলামের হেফাজতকারী?

হেফাজতে ইসলাম!!

 

 

০৫.১২.২০২০

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ