তুমি স্মরণীয় হয়ে থাকবে

সঞ্জয় মালাকার ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৬:৩৫:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

জীবন হলো একটি জটিল খেলা!ব্যক্তিত্ব
অর্জনের মধ্যে তুমি তাকে জয় করতে পার।
তুমি জানো জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়,! তাই
সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।

পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া।
তা হঠাৎ করেই আসেনা! ধীরে ধীরে আসে।
তুমি এটাকে মেধা বিকাশ দিয়ে ধরে রাখো।
তুমি যদি মন থেকে কাজ কর না!
তা হলে তুমি কিছুই -.অর্জন করতে পারবে না।

আর যদিও করে থাকে, তবে সেটা অর্ধেক অর্জন।
তাই মনের সফলতায় , সব সময়ই এরকম তিক্ততা থেকেই যায়।

জীবন হলো একটি জটিল খেলা! ব্যক্তিত্ব
অর্জনের মধ্য দিয়েই তাকে জয় কর
তোমার সফলতা আসবেই তোমার কাজে।

তুমি তখনই স্মরণীয় হয়ে থাকবে, যখন
তোমার আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারো।

যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয়, এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা জেগে ওঠে! আর
আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবন যাপনে তিন রকমে মানুষ থাকবে!
আর তারা হলে - পিতা - মাতা ও শিক্ষক।

আর শিক্ষাবিদদের উচিৎ, শিক্ষার্থীদের মাঝে মধ্যে
অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিকতা শিক্ষা ছড়িয়ে দেয়া,।যাতে তারা আদর্শ মডেল হতেপারে।

নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান,
তাদের যেনো ভিন্ন চিন্তা করার সাহস থাকে প্রজন্ম হতে প্রজন্ম নতুন কিছু করার।
যে পথে কেউ যায় না -সে পথে চলতে হে! তাদের মাঝে নতুন কিছু আবিষ্কার করার সাহস থাকতে হবে।
অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে, আর চিহ্নিত করতে হবে কোথায় সমস্যা , তবেই সফলতা আসবে তোমার কাজে।

আর এগুলো হলো সবচেয়ে মহৎ গুণ,
এভাবেই এগোতেই হবে তোমাদের প্রজন্ম হতে প্রজন্ম প্রর্যন্ত!
আর নতুনদের কাছে এটাই আমার বার্তা।

উৎকর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এবং ওটা কোন দুর্ঘটনা না, জীবন এক কঠিন খেলা!
আর এই খেলায় জয় তখনি হয়, যখন তুমি সফল ভাবে কাজ সম্পুর্ন কর।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ