তুমি নেই এ কেমন শহর

সাজেদুল হক ৫ জুলাই ২০২০, রবিবার, ০৩:০৭:৫৪পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
  • আমি আপাদমস্তক ডুবে আছি তোমাতে
    যদিও অনন্তকাল ধরে
    তুমি থাকো না এখানে।
    এখানে ঝড়-ঝাপটার ভয়
    আছে দশদিগন্তের নিবিড় অন্ধকার।
    আছে ভাঙাচোরা যুদ্ধজাহাজ
    বাইবেল হাতে জোয়ান নাবিক,
    তবুও অমাবস্যার রাতে
    বিফল সমুদ্রমন্হন।

    এখানে নিত্য চালচিত্র বদলায়।
    জীবনের ধারাপাত
    হিসেবের চাষ-বাস,
    সব কিছু দাঁড়িপাল্লায়।

    এমন শহরে ফেলি আমার দীর্ঘশ্বাস ।

    যদিও অনন্তকাল ধরে
    তুমি থাকো না এখানে
    আমার সৃষ্টি তোমায় ছুঁয়ে থাক।
    ছুঁয়ে থাক তোমার শহর
    তোমার চারিপাশ।
    দেশ-দেশান্তরের লম্বা দেয়াল
    ভেদ করে।

    তুমি নেই! এ কেমন শহরে
    আমার বাস!

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ