তুমি তো আমার নও-

সুপর্ণা ফাল্গুনী ২৬ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১০:৩০:২৬পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

এই তুমি তো আমার নও-
তবুও তোমাকে পাবার ব্যাকুলতায়
হৃদয়ে কামনার অনল-শিখা জ্বলছে অবিরাম।

তুমি তো আমার নও-
তবুও ভালোবাসার জিয়ন-কাঠি তোমাতেই তীরবিদ্ধ।
দাবানলে অঙ্গার তনু-মন;
দিবানিশি পুড়ছে পতঙ্গের অনুরূপ।
হিম-শীতল পৌষে উষ্ণতার চাদরে;
আম্র-মুকুলের মাদকতায় আবেশিত,নিঃশেষিত
আমিত্ব খুঁজি তোমার আলিঙ্গনে।

তুমি তো আমার নও-
তবুও আমি তোমাতেই বিমোহিত, দলিত।
বিরস বদনে বিরহের সুর-মূর্ছনায় উদ্বেলিত ,
উৎকন্ঠিত পথহারা পথিক;
তোমাতেই খুঁজে হারানো পথের দিশা।
ধূম্র মায়াজালে বিভোর আমি-
নিয়মের,পরাধীনতার শিকল ভেঙ্গে
তোমাতেই কামনার বাসর গড়ি।

জানি তুমি আমার নও-
তবুও তোমাতেই আকন্ঠ ডুবে থাকি অষ্টপ্রহর।
মন পবনের ময়ূরপঙ্খী নাও-
স্রোতস্বিনী মন-যমুনায় নোঙর
করে তোমারি অপেক্ষায়।
সাঁঝবেলাতে সান্ধ্য-প্রদীপ করতলে;
খুঁজি তোমার চরণদ্বয় দেবতার আসনে।

তুমি তো আমার নও-
তবুও তোমার বুক পাঁজরে
মুক্তোর আবেশে ঝিনুকের আচ্ছাদনে-
জলতরঙ্গে খেলি জলকেলি ।
অধরে বাঁধভাঙা জোয়ারে,
দুর্বার আকর্ষণে কর্ষিত কামনার আকুলতা।
কাব্যকথার শব্দ-চয়নে,গানের স্বরলিপিতে, সুরের রাগিনীতে
তোমাতেই সাধি জীবনের জয়গান।
বেলা-অবেলায় মান-অভিমানের
ভেলায় ভেসে তোমাতেই ভিটেমাটি।

জানি তুমি আমার নও-
তবুও তোমাতেই করেছি সমাধি-ক্ষেত্র।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ