তুমি কী টের পাচ্ছো সমুদ্র

সুরাইয়া পারভীন ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১১:১১:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

 

এক.

এই যে এখন,এই বিষণ্ণ সন্ধ্যায়
খুব করে মনে পড়ছে তোমায়!
তুমি কী টের পাচ্ছো সমুদ্র?
টের পাচ্ছো?
আমার অনুভূতিতে তুমি-
কতোটা মিশে আছো!
আমার অস্তিত্বে তুমি-
কতোটা জড়িয়ে গেছো!
তুমি কী টের পাও?
টের পাও?
আমার মনে মগজে মস্তিষ্কে-
সারাদিন ধরে তোমারই ছবি ভাসে!
আমার শিরা উপশিরায় রক্তকনিয়ায়
প্রতিনিয়ত ধ্বনিত হয় তোমারই নাম!
তুমি কী জানো সমুদ্র?
তোমারই অস্পর্শের উষ্ণ আঁচে,
প্রাণহীন নিষ্প্রাণ মন ফিরে পায় স্পন্দন!

দুই.

ভালোবাসি সীমাহীন

ভালোবাসা রঙ বদলায় কিনা জানি না!
ভালোবাসায় মরিচা ধরে কিনা তাও জানি না!
আমি শুধু জানি ভালোবাসি তোমাকে।
দিন যেমন ভালোবাসে সূর্যকে,
রাত যেমন ভালোবাসে চাঁদকে,
উত্তপ্ত মরুভূমি যেমন ভালোবাসে বৃষ্টিকে,
গাছ যেমন ভালোবাসে কার্বন ডাই অক্সাইডকে,
মানুষ যেমন ভালোবাসে অক্সিজেনকে,
আমিও ঠিক তেমনই ভালোবাসি তোমাকে।
দিনের কাছে সূর্যের মূল্য যতোখানি,
রাতের কাছে চাঁদের মূল্য যতোখানি,
মরুভূমির কাছে বৃষ্টির মূল্য যতোখানি,
গাছের কাছে কার্বন ডাই অক্সাইডের মূল্য যতোখানি,
মানুষের কাছে অক্সিজেনের মূল্য যতোখানি,
আমার কাছে তোমার মূল্যও ঠিক ততোখানি।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ