তুমি এসো প্রিয়

সুরাইয়া পারভীন ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, ০৯:৫৮:৩১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

তুমি এসো প্রিয় কোনো এক গ্রীষ্মের দুপুরে ‌,
প্ররণ্ড খরতাপে পোড়া ক্লান্ত-শ্রান্ত তৃষ্ণার্ত পথিকের বেশে।
আমি প্রেমের আবেশে সুশীতল করবো!
গ্রীষ্মের তাপদাহে চৌচির তোমার হৃদয় ভূমি।

তুমি এসো প্রিয় কোনো এক বর্ষার সকালে,
তুমুল জলে স্রোতে সব হারা আশ্রয়হীন বানভাসির বেশে।
আমি নিরাপদ আশ্রয় হবো,
ঘর বানিয়ে দেবো বুকের জমিনে।

তুমি এসো প্রিয় কোনো এক শরৎ প্রভাতে,
রাতের অবহেলায় ঝরে পড়া শিউলির বেশে।
আমি পরম মমতায় কুড়িয়ে নেবো ,
মালা গেঁথে জড়িয়ে রাখবো চুলে।

তুমি এসো প্রিয় কোনো এক হেমন্তের সন্ধ্যায়,
জীর্ণ শীর্ণ অযাচিত আগন্তুকের বেশে।
আমি ভালোবেসে তুলে নেবো গৃহে,
ভালবেসে আগলে রাখবো যতনে।

তুমি এসো প্রিয় কোনো এক শীতের রাতে,
শুভ্র তুষারপাতে জমে যাওয়া বরফের বেশে।
আমি বুকের উষ্ণ ওম দিয়ে বিগলিত করবো,
জড়িয়ে রাখবো শক্ত আলিঙ্গনে।

তুমি এসো প্রিয় কোনো এক বসন্তের বিকেলে,
প্রাণ উদাস করা মাতাল হাওয়ার‌ বেশে।
আমি হৃদয়ের করিডোরে দাঁড়িয়ে,
চুল উড়াবো তোমার আলতো স্পর্শে।

তুমি যে বেশেই আসো প্রিয়,
গ্ৰহণ করবো হৃদয়ের দখিন বাতায়ন খুলে।
আসন দেবো মনের সিংহাসনে,
আজীবন আগলে রাখবো খুব যতনে।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ