তওবা

সাফায়েতুল ইসলাম ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০৩:৩০:০১পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

আসুন !

দয়া করে এদিকে ফিরে আসুন !

আমরা একটি ফা ইং তাওয়াল্লাও সহ অন্যান্য অনুভূতির দিকে গমন করি। যেখানে মায়ার জালে ফেঁসে যাওয়া যায়, অতিদূর অমরাবতীর ইন্দ্রপুরীতে।

অতঃপর, সত্য এসে নিজের উপস্থিতি জানান দিল। বিনয়ের সাথে অন্যসব ফাক্বুল হাসবিয়াল্লা-হু এসে জড়ো হলো। হঠাৎ কি যেন হয়ে গেল লা- ইলা-হা ইল্লা- হুয়ার চোখে-মুখে। অভূত চোখে দিগন্তের রেখা মুছে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আলাইহি তাওয়াক্‌কাল্‌তু, মায়াময় সম্ভাষণের দিকে, যেন কোথাও কিছু নেই। অন্তর্নিহিত নৈপুণ্যের ভেতর শীতল শূন্যতা বিরাজ করল, অপ্রকৃতস্থ আত্মহননের ঘোরে, হৃদয় ক্ষরণের দিকে। সবাই ছুটছে অস্তিত্ব সংকটময় মুহূর্তের দিকে।

দয়া করে আবারো ফিরে আসুন, এই দিকে ফিরে যেতে থাকি, যেদিকে ওয়া হুয়া রাব্বুল আ’রশিল আজি-ম রয়েছে। আমরা তওবা করে আরো জেনেছি ‘পৃথিবীর কোথাও কোন রাস্তা নেই’।

————***————–

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ