ডাক

রকিব লিখন ২১ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ১০:৫৯:০৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

নগরে হাঁটি; আমার স্বচ্ছ চোখে অস্বচ্ছলতার ভিড়
ব্যস্ততার বুকে খঞ্জর চালায় বিমূর্ত অভিমানী মন
মেরুমজ্জে মন্থর কাব্য বুনে; বুনন স্বপ্ন বিলাসে
এটম আবিষ্কারের নেশায় বিভোর সান্দ্র মস্তিষ্ক
কাছে ডাকে আমায় আমার তিলোত্তমা শৈশব
রোদেলা দুপুর; সান্ধ্য প্রদীপ জ্বলে অজর বুকে
চোখ হয় অগ্নিময়; আমায় ডাকে শাহবাগ
ধ্বনিত হয় রক্তের বুদবুদে বন্দে মাতরম;
জেগে ওঠে সূর্যসেন; জেগে ওঠে তিতুমীর
আমার নাভিমূলে ডাকে স্লোগান জয় বাংলা।।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ