টুকরো স্মৃতির ভিড়

তাপসকিরণ রায় ২৭ অক্টোবর ২০১৩, রবিবার, ১০:০৬:৫৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

বয়সের প্রান্তে এসে যদি ফিরে দেখি,

কত কি যে মনে পড়ে--মনে পড়ে  সেই কথা--

অনেক ভরসা দিয়ে একদিন বলে ছিলাম,

ভাই ! আমি তো আছি !

ভরসার সমস্ত কিছু আজ ছিঁড়ে গেছে কথা।

বোন বিয়ে হয়ে যে দিন বিদায় নিলো,

কোথা থেকে কান্নার ঢল কালো মেঘ হয়ে

নেমে ছিল বৃষ্টির ঝাঁক,বলতে পারব না !

মাকে সেই,মা,বলে ডেকে ওঠার মনটা

কখন হারিয়ে ফেলেছি কে জানে !

ভারাক্রান্ত মনে এমনি কত যে টুকরো স্মৃতির ভিড় !

 

সময় ধরে রাখে সব--

প্রবাহিত দিন রাত ছুটে যায় অব্যর্থ লক্ষ্যে--

স্মৃতির কানামাছি আলোছায়া খেলে যায়,

হৃদয় আর কতটুকু ধরে নেবে জীবনে !

কালের স্রোতে নিজেকে ছেড়ে দেওয়া,

সমুখ বর্তমানে নিত্য এক এক রাতের পর

প্রতিদিন সকালের ফুটে ওঠা,

মাঝে মাঝে আনমন স্মৃতির ঝাঁপিতে

নেমে আসে অস্পষ্ট ঝাপসা চোখ--

 

হায় ! এই স্মৃতি ও কল্পনাটুকু যদি

কেড়ে নিতে পরতে তুমি,হে আমার বিধাতা !

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ