না

তাপসকিরণ রায় ২ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ০৯:৫৫:১৪অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য

images (1)

না, সবার ব্যথা এক মত নয়

আকৃতির ভেতর যতটা ছুঁয়েছে প্রতিফলক

তুমি চিনতে পার না সেই আঁকিবুঁকি !

 

হাতের তালু চির রেখায় নাকি ভবিষ্য লেখা থাকে,

জীবনটাই দুর্বোধ্য মলাট পৃষ্ঠা--

আমার হাসির মধ্যে হাসি ধরা নেই—

আমার গানের মধ্যেই আমি যা বলে গেছি--

কতটা আমি ধরা থাকি তাতে ?

অভিজ্ঞান ভেঙ্গে যাচ্ছে--মনের কোনও যন্ত্রণামাপ নেই !

তবু ব্যতিক্রমী কিছু ব্যথা লুকোনো থাকে, কিছু দগদগে দাগ,

বিষাক্ততায় বিশ ধরা থাকে, নামহীন অদ্ভুত কিছু দুঃখ মিশ্রণ--

যার কোন রসায়ন বিশ্লেষণ নেই !

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ