ঝর্ণার আঁকা ছবি

ছাইরাছ হেলাল ৩০ নভেম্বর ২০২০, সোমবার, ১২:১০:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

(আমার)আপাত বন্ধ দরজার ওপাশে মায়াবী শীতের পরশ,
উঁকিঝুঁকি দিয়ে/দিতে-দিতে সকালের কুয়াশা ভর করে নেমে আসা রৌদ্রোজ্জ্বলতা;
ভাবি,এ ডাক সত্যি না-কী কুহক!
এই যে কামেশ্মরী কবিতার মত মাখো-মাখো মাখামাখি-ডাক, মহনীয় শব্দ নান্দনিকতায়
আলিয়ে পড়া, ইয়াং ইয়াং ভাব!কায়দা-সুন্দর এপ্রোচ, ক্ষণিকের শহুরে আদিখ্যেতা!!

রাতারাতি জিততে শিখে যাব আক্কেল-বে-আক্কেলের মত
ঘুমবো দুপুর পেড়িয়ে সন্ধ্যা নাগাদ,
পৃথিবীর সব লাইব্রেরী কাঁধে/মাথায় তুলে জ্বল জ্বল করে জ্বালিয়ে দেব;

যা কখন-ও হওয়ার/হবার নয় হওয়ার কথা-ও ছিল না,
ঐটা বেষ্ট আছিল,বাতাসে ভাসতে থাকা এমন শব্দ-ব্যঞ্জনে
কিছুই আসে যায়-না, আসবে যাবেও-না।

যা বাজে/পরিত্যক্ত চিঠি-ফিঠি দিয়ে বলে দেয়াই ভাল
বানিয়ে/ফানিয়ে লেখা (এই লেখা)লেখা না,
লেখাদের ভালোবাসায় ঝর্ণার আঁকা ছবি থাকে/লাগে।

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ