-ঐ তুই কি শুরু করেছিস বলতো?

=কেনো রে, আমি আবার কি শুরু করলাম?

- তুই ঠিকই করে নিয়েছিস এভাবেই চলবে?

= আহা! বলবি তো কী করলাম?

- এই তুই কি কোনদিন শোধরাবি না!

=যাহ্ বাবা! বলবি তো কি হয়েছে?

-ফাজলামী পেয়েছিস না?

=ধুর ছাতা! বলছে না কিছু শুধু শুধু বকা দিচ্ছে

-কাল রাতে কখন ঘুমিয়েছিস?

=ঐ তো ভোর পাঁচটায়।

-উঠেছিস কখন?

=দুপুর বারোটায়।

-নাস্তা তো করিসনি,তা লাঞ্চ করেছিস কখন?

=ঘরের কাজ শেষ করে, গোসল, নামাজ পড়ে খেয়েছি।

-কখন মানে কয়টাই?

=ঐ তো আড়াইটায়।

-  বাহ্ দারুণ! উঠেছিল বারোটায়,খেয়েছিস আড়াইটায়। সত্যিই তোর তুলনা নেই। তা চা কয় কাপ খেয়েছিস?

= দুটো দুধ চা, একটা সবুজ চা আর একটা লিকার চা। মাত্র চার কাপ।

-কফি কয় কাপ খেয়েছিস?

=দুই কাপ মাত্র।

-বাহ্ খুব ভালো! সব মিলিয়ে মাত্র তো ছয় কাপ। দারুণ দারুণ।

=সেটাই তো মাত্র তো ছয় কাপ খেয়েছি।

-পুরোনো ফর্মে ফিরে গেছিস। খুব ভালো, আচ্ছা ভালো থাকিস।

=তুই কী রেগে গেছিস?

-আমি রাগ করার কে বল?

=এভাবে কথা বলছিস কেনো রে, আমি কী করেছি?

-চুপ শয়তান, একদম চুপ!

=তুই আমাকে বকছিস ক্যান?

-ওহ সরি তোরে তো পূজা করা উচিত। তুই তো মহামানবী!

=এতোক্ষণ বকা দিচ্ছিলিস সেটাই  তো ভালো ছিল। এখন ইনসাল্ট করতে শুরু করলি?

-তুই আর কথা বলিস না আমার সাথে কখনও। যা মন চায় কর। ছয় কাপের জায়গায় বারো কাপ চা কফি খা। সারারাত দিন জেগে থাক। এক কাজ করতে পারিস ভাত খাওয়া বন্ধ করে দিতে পারিস একই বারে।

= কী করবো বল? আমার খেতে ইচ্ছে করে না, আমার ঘুম আসে না। রাতে চোখ বন্ধ করলেই...

-কি কি বল? চোখ বন্ধ করলেই দেখতে পাস আমি মরে গেছি তাই না। যে সারাদিন চা কফি নিয়ে থাকে তার ঘুম আসবে কেনো?

=এই ছিঃ একদম বাজে বকবি না।

-কেনো, খারাপ লাগছে? আমারও খারাপ লাগে যখন দেখি আমার অনুপস্থিতিতে তুই নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছিস।  এতো টর্চার কেনো করিস নিজের উপর?

=এটাকে টর্চার বলছিস কেনো? আমি তো এভাবেই ভালো আছি। তোর কেনো এতো খারাপ লাগবে, তুই তো আর দেখতে আসছিস না আমাকে।

-সেই তো আমার কেনো খারাপ লাগবে? আমি কে তোর? আমি হেরে গেছি, নিজেকে দেওয়া কথা রাখতে পারিনি। আমি ব্যর্থ তোকে একটা সুন্দর জীবন দিতে চেয়েও পারিনি। আমাকে ক্ষমা করিস।

=একটা সুন্দর  জীবন কে না চায় বল? কিন্তু চাইলেই তো আর সবাই তা পায় না। তবে তোকে পেয়ে যেনো জীবন পেয়েছিলাম আমি। আমার ধূসর দিগন্ত সবুজে সবুজে ভরে উঠেছিল। রঙহীন পৃথিবী হয়েছিল রঙিন। কিন্তু তুই চলে যাবার পর তোর সাথে সাথে সব চলে গেছে। যেমন ছিল আমার পৃথিবী আবার তেমনই হয়েছে।

-আমি তোকে ছেড়ে কোথাও যাইনি। এই তো কেমন তোর সাথে কথা বলছি। তোর সামনে আছি

=সে তো আমি তোকে ভাবছি বলে, কল্পনায় এঁকেছি বলে স্বপ্নে পেয়েছি। স্বপ্ন শেষ হলে তোকে আর কোথাও খুঁজে পাবো না জানি। তুই নেই, কোথাও নেই।

-তবে তুই মন থেকে খুঁজিসনি আমায়। মন থেকে খুঁজলে ঠিকই পেয়ে যাবি। আমি আছি তোর কাছেই আছি, তোর সাথেই আছি।

 

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ