আহতদের দুরাবস্থা ও নিহতদের আত্মীয় স্বজনদের আহাজারি সহ্য করতে পারি না । তাই খবর দেখা বাদ দিয়ে দিয়েছি । শুধু বিজ্ঞাপনের ফাকে নিউজ হেড লাইনগুলো পড়ি । গতকাল থেকেই লক্ষ্য করছি প্রতিটা টিভি চ্যানেলেই দেখাচ্ছে অমুক জেলায় তমুক ভবনে ফাটল ধরেছে । রাকধানির অমুক জায়গায় তমুক বিল্ডার নিয়ম নীতি মানছে না । অমুক ভবন ঝুকিপূর্ণ ইত্যাদি ইত্যাদি । জানি এরকম নিউজ আরও কিছুদিন টিভি পত্রিকায় দেখাবে ।যখন যে সমস্যাটি আমাদের সামনে আসে তখন সেই বিষয় নিয়েই আমরা হুমড়ি খেয়ে পড়ি । কিন্তু পেশাগত দিক বিবেচনা করে মিডিয়ার কি উচিৎ না এইসব জনগুরুত্বপূর্ণ বিসয় নিয়ে বেশি বেশি প্রতিবেদন করা । আমরা দেখেছি প্রতিটা বিষয়েই মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । জনমত সৃষ্টি,প্রসাসনের দৃষ্টি আকর্ষণ , সচেতনতা বৃদ্ধি সব ক্ষেত্রেই মিডিয়া মুখ্য ভূমিকা পালন করে। অনেকবারই দেখেছি পত্রিকা বা টিভি এর মাধ্যমে অনেক চাঞ্চল্যকর ঘটনার উদঘাটন হয়েছে । এবং জনদাবির মুখে সরকারও পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

তাই মিডিয়া কর্মিদের প্রতি অনুরোধ আপনারা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সব সময় প্রতিবেদন করুন । আপনাদের কল্যানে হয়ত কিছু মানুষের জীবন বাচবে। আপনাদের হাত অনেক শক্ত।ব্যাবসার পাশাপাশি সাধারন মানুষ নিয়েও একটু ভাবুন ।
(যখন জনগন যা খায় টিভি পত্রিকাগুলো তাইই পরিবেশনা করে ।
ব্যাবসা ছাড়া তারা কিছুই বুঝে না ।)

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ