জীবন থেকে পালাতে চাই

রিমি রুম্মান ১৭ অক্টোবর ২০২০, শনিবার, ০৭:৫৪:০৮পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

একদিন ফিরে যাবো আমার পূর্বপুরুষের দেশে আমার অপেক্ষায় অপেক্ষমাণ স্বজনের কাছে
এ আমার বহু যুগের লালিত সাধ
আমার আত্নজের কাছে বুক চিতিয়ে বলা স্বপ্ন
এ আমার পরবাস জীবনে ধু ধু মরুভূমিতে
দিগভ্রান্তের ন্যায় হেঁটে চলা মানুষের এক চিলতে জলাধার খুঁজে পাবার প্রশান্তি
কিংবা বলতে পারো,
তৃষ্ণাকাতর বুকে দু’ফোঁটা জল ঢেলে দেবার প্রাণান্তকর প্রচেষ্টা
অথচ আমি আজ গোটা জীবন থেকেই পালাতে চাই
যে জীবন স্বাভাবিক গতিতে চলমান নয়
যে জীবন ভয়ংকর, বীভৎস
আমি তা থেকে মুক্তি চাই
খুঁজে পেতে চাই এ ফাঁদ থেকে মুক্তির উপায়
নারীর সম্ভ্রমহানি, পাশবিক নির্যাতন যে শব্দেই গাঁথি না কেনো
সমাজে অচ্ছুৎ, অপরাধী সে–ই
যে রাতের আঁধারে ইজ্জত বাঁচাতে চিৎকার করে বলে, “হেরে বাই রে, হেরে আব্বা রে, হেরে আল্লাহ্‌ রে, তোগো আল্লার দোহাই লাগে, অ্যারে ছাড়ি দে…”
এমন আদিম হিংস্রতা, নিগ্রহ আজকাল বড় বেশি অহরহ আমি কি ফিরে যাবো আমার পূর্বপুরুষের দেশে? নির্মমতার ভূখণ্ডে?
জীবন্মৃত হয়ে বেঁচে থাকার মানচিত্রাংশে?
একে একে চারপাশের সকল লণ্ঠন নিভে যাওয়ার দেশে ?
আমি সত্যই আজ জীবন থেকে পালাতে চাই।

 

( প্রিয় সোনেলা ব্লগে ৮তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে এ কবিতা)

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ