সুখের দুখের জীবন তরায়
একই সঙ্গে  থাকে,
লোকের মুখের একটা বুলি
দুঃখ পুষে রাখে।

জীবন নদে নৌকা বয়ে
সতত তারা চলে,
নানা জনের নানা বুলি
কিছুই না'রে বলে।

 

দীর্ঘদিনে একসঙ্গে
থাকে দু'জন তারা,
একে অন্যের মনের কথা
বলে হয় যে সারা।

 

কখন গেছে কেমন দিবস
জানেন যে দুজনে,
সেই সব কথা বলে বলে
ভাবে শত ক্ষণে।

 

লোকের মুখের বাঁকা কথায়
রাখলে জীবন থেমে,
সুখে ভরা জীবনটাতে
দুঃখ আসবে নেমে।

 

রচনাকালঃ
১৬/০৭/২০২১

৪+৪/৪+২
--------------------------
সত্যের পথে
জাহাঙ্গীর আলম অপূর্ব

 

মিথ্যা ছাড়ো সত্য ধরো
নইলে মিথ্যায় পুড়ে মরো
আখের হবে ভার,
সত্যের পথটি ধরে রাখো
জনম জনম সুখে থাকো
তবেই হবে পার।

 

সত্যের পথে শান্তি মিলে
মিথ্যার পথে ভয়'যে দিলে
মনটা কাঁপে আজ,
ধরার বুকে সত্য হলো
মিথ্যার চেয়ে ভীষণ ভালো
নেই বলতে আর লাজ।

 

ধরার যত সাধু লোকে
সত্যের পথে তারা থাকে
করে না তো ভুল,
ধরার বুকে পাপী যারা
ভীষণ মিথ্যা বলেন তারা
নয়তো সাদা ফুল।

 

সত্যের পথে চলে ভাই সব
মিথ্যা নিয়ে নেই কলরব
চলে সত্যে পথ,
জীবন মুখে খাড়া থাকা
মিথ্যায় ভীষণ কালিমাখা
চলবে না প্রাণ রথ।

রচনাকালঃ
১৬/০৭/২০২১