জীবনের ঝুল নাচ

ছাইরাছ হেলাল ২ জানুয়ারি ২০১৬, শনিবার, ০৮:০৪:৩৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬৮ মন্তব্য

ঝুলছি ঝুলছি, ঝুলেই আছি, ঝুলেই যাচ্ছি। ঝুলে থেকে নাচছি, নাচতেই হবে যে, ঘরানার ঠিকঠাক না ভেবেই। ঝানু ওস্তাদের কাছে নাড়া বেঁধে বা না বেঁধে। ইচ্ছেকাতর অপূর্ণতায় সোনায় সোহাগা বাড়াবে মুঠো মুঠো। পিঁপড়েদের কাছে নিয়ম শিখে পিল পিল পিছু নেয়া, মিষ্টিমুখের উল্লাসে, ঝুলে পড়া চোয়ালে নাচিয়ের হাতছানি, রাগের অনুরাগ, ভালোবাসার খু্নসুড়ি। ঝুল বারান্দায় নাচানাচি। শেষ অব্দি স্বপ্নের আয়েশি ভ্রমণ, ঠোঁট হীন মুখে।
টেকো চুলে মাথা মুড়িয়ে ঝুলে থেকে ঝুলে থাকা, নিরন্তরের ফোঁপান ফ্যা ফ্যা চিঁচিঁ গুলে খাওয়া। ঠনঠনানো পাঁজরে বেতো ব্যথা, রক্তে শর্করার গভীর আনাগোনা, টেকো চুলের ম্রিয়মাণ মাথা ব্যথা, তবুও ঝুলে গিয়ে ঝুলে থাকা, ঝুলে যাওয়া ও, অতীত ভবিষ্যতের ফাঁক গলে। সক্ষম সাহসেই জীবন সৌন্দর্যময়, জীবন ঝুলে থাকে গৈরিক গোঁজামিলের রমণীয় গুনে।

উৎসর্গ-
কবি নাসির সারওয়ার
শুভেচ্ছার নূতন বছর।

0 Shares

৬৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ