জন্ম – মৃত্যু

জাহাঙ্গীর আলম অপূর্ব ২২ মে ২০২১, শনিবার, ০৪:৪২:৪৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
  1. যেদিন আমি সদ্য প্রস্ফুটিত ছিলাম
  2. গগনের তারকারাজি মতো উজ্জ্বল হাসিররেখা ছিল
  3. অজস্র মানুষের বদনখানিতে ।
শুধু আমার জন্মদাতা জন্মদাত্রী
এপাড়া ওপাড়া কত না কত মিষ্টি বিলিয়েছ,
এ খবর দেবে শুধু, লোক থেকে লোকান্তরে।
জীবন দীর্ঘ নয়,
সময়ে পরিক্রমায় শৈশব কৈশোর কাটিয়ে
যৌবনে পদার্পণে পেলাম জীবন সাথী
কিছুকাল যৌবনের মহাসঙ্গীতের রঙ্গ।
দেখতে দেখতে নিমেষেই সময় বাষ্পীভূত হয়
এই রঙ্গের দুনিয়ার মোহ বোঝার আগে,
মৃত্যুর দূত আসে চলে।
যেদিন আমি চলে যাব,
সেই দিনে লোকে বলবে,
ঐ সেই দিনে প্রস্ফুটিত ছেলেটা, এমন অকাল পক্ক হল।
দুনিয়াতে জন্মের পর চরম এক সত্য, সে হল মৃত্যু,
প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি সব শেষ মৃত্যুর কাছে,
অবশেষে হার মানতে হবে মৃত্যুর কাছে
সত্যি এই হল জন্ম - মৃত্যু।
রচনাকালঃ
০৬/০৫/২০২১
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ