ছড়া

জাহাঙ্গীর আলম অপূর্ব ২০ ডিসেম্বর ২০২০, রবিবার, ০১:৩২:১১অপরাহ্ন ছড়া ১১ মন্তব্য

জীবনটা বাঁধা আছে

স্বপ্নের জালে

গগনটা ভরে আছে

নক্ষত্রের তলে।

 

 

রাতের আঁধারে গগনে

তাঁরার মেলা

আঁধার পেয়ে জোনাকিরা

করে খেলা ।

 

 

মেঘের মেয়ে মেঘকুমারী

তোর বাড়ি কই

স্বপ্নে দেখেছি আমি

তুই আমার সই।

 

 

নিন্দুক নিন্দুক নিন্দুক

সবার আপন সাথী

বিনা মূল্যে করে পরিস্কার

হয়ে অন্ধকারের বাতি।

 

 

রচনাকালঃ

১১/১২/২০২০

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ