চোখ

নাজমুল হুদা ২৯ মে ২০১৯, বুধবার, ০৯:০৯:৪৯পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
হঠাৎ ভাসমান কচুরীপানার  মতো
দেহবিহীন চোখ তাকায় স্থির পলকে
হরিণীর চোখ বললে উপমায় কমতি হবে;
তাই বলি- উন্মাদ প্রেমিকের তাড়া খাওয়া
মেঘ বালিকা এক জোড়া আহত চোখ।
চোখের ব্যাখ্যা হয়- শুধু আমার মতো
প্রেমিকের পরিচর্যাহীন চোখে মুখ ডুবিয়ে,
আঁকা হয়নি-অসম্পন্ন রয়ে গেছে
কালের গুহা থেকে আজ অব্দি খরা কাগজে।
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ