চোখ

মোঃ মজিবর রহমান ১২ আগস্ট ২০১৮, রবিবার, ০১:১৯:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

চোখে চোখে দেখা
কাছে ডাকা,
ঠোঁটের ঐ মুস্কি হাসা
মনে তোলে দাগা,
হৃদয়ে তোলে ঝঞ্জা
এই বুঝি নেই রক্ষা।

তাকাও না যে নয়নে
বাকা বা আড় চোখে
নিচু কিবা উচু নয়নে
অন্তরে মোর ঝড় ওঠে
ঐ নয়নে নজর পরলে।

জাদু আছে কি যে
ঐ আখি পল্লবে
মরি! মরি! আহা মরিরে
ঐ চক্ষু খনিতে।

তোমার চোখের দহনে
আমি জ্বলি অন্তর জ্বলে,
যুগল চোখ অবিরাম চেয়ে
দৃষ্টি দোলে শুধুই দোলে
ঝরাপাতা ছড়ানো উঠানে ।

দৃষ্টি ক্লান্ত দিনহীনে
তেপান্তর পেরিয়ে
গোধুলী লগ্নে হাফিয়ে
তোমার চক্ষুর মাঝে
দিতাম ডুব অতল গহীনে।

অলস মনে ঐ চক্ষুতে
নিই সুখ খুজে তোমাতে।

ছবি নেট দুনিয়ার।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ