চিঠি (১)

খাদিজাতুল কুবরা ১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০১:১৮:৩৭পূর্বাহ্ন চিঠি ২৭ মন্তব্য

প্রিয় অনুপম!

তোমায় একটি চিঠি লিখবো বলে মনে মনে রোজ অনুশীলন করি হরদম।

আমি অধম শব্দ জানি বড় কম!

ভয় হতো খুব!

বুঝলে অনুপম!

ঠিক ঠাক লিপিবদ্ধ করতে পারবো তো আমার কুসুম কুসুম প্রেম?

একটি চিঠি লিখেও ছিলাম!

আমার ডায়রীতে আছে জমা পাঠানো হলো না কিছুতেই,

কেন?

কেননা খুঁজে পেলাম না মনের মতো খাম।

আজ খুব সঙ্গত কারণে কবিতার আশ্রয় নিলাম!

তবে লিখবো না কুসুম কুসুম প্রেম!

কি লিখবো?

লিখবো দু'চারটে জরুরি কথন,

নিজ হাতে করবো আমার শত জনমের প্রেমের বোধন!

আমার বিসর্জন হোক তাতে কি!

তোমার সত্য পথের যাত্রায় আমার আন্তরিক অভিনন্দন!

আজ আমার গর্বের দিন!

ভুল মানুষকে ভালোবাসিনি এই মহান অনুভব!

এই সুখ আমি কোথায় রাখি?

এ আমার আনন্দাশ্রু যতোই ভিজুক আঁখি!

আমৃত্যু সত্যকে আঁকড়ে থেকো!

আমি ছায়া হয়ে থাকবো জেনে রেখো!

প্রিয় অনুপম!

লেখা দীর্ঘায়িত করে বিরক্তি না-ই বা ধরালাম,

ভালো থেকো সাবধানে থেকো!

এ জনমের তরে ইতি টানলাম!

কোনঠাসা আমি!

পরিচয় নেই!

নেই নাম!

বিদায়!

অনুপম!

 

২০/০৫/২০২০ইং

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ