চিঠি

কামরুল ইসলাম ৬ নভেম্বর ২০১৯, বুধবার, ০৬:২০:১৮অপরাহ্ন চিঠি ২০ মন্তব্য

প্রিয়তমা 💘
মান বা অভিমান কোনটাই না আমার।
আর মান অভিমানে আমি কাতর নই, সেটা ভাল করেই জানো । ব্যপারটা বিশ্বাসের , অস্থি মজ্জা জুড়ে যে বিশ্বাস টা ছিল, পুরোটাই তুমি ধ্বংস করে দিয়েছো। তোমার এবং সন্তানদের প্রতি অগাদ ভালবাসার দরুণ আমি দিকবিদিক ছুটেছি, । তোমাদের সুখ শান্তি আর সমৃদ্ধির জন্যই নিজেকে কর্মমুখর ও ব্যস্ত করে তুলেছি ।
তোমাদের রসনা বিলাস, ভোগ বিলাস, সোসাইটি মেইন্টেইন, আরাম আয়েশের জন্য ই আমার ক্লান্তিহীন ছুটে চলা।
সংসারে, সন্তানের উপর তোমার ও শ্রম আছে নির্দিধায় স্বীকার করি। তাই বলে প্রতিদান এমন হবে, ভাবতেও পারিনি ।
কি অপূর্ণতায় রেখেছি তোমায়, যে তুমি পর পুরুষের পরকিয়ায় মত্ত হতে হবে?
বারো বছরের সংসার জীবনে এক দিন ও তো বলোনি, " দুদিনের ছুটি নাও, বিশ্রাম করো, একান্তীয় সময় কাটাও আমার সাথে "।
দামি শাড়ি, উপলক্ষ্যগুলোতে গহনা, সব চাইতে পেরেছো, সব দিতে পেরেছি, দু'চার দিনের অবকাশের সময়টা কি দিতে পারতাম না,?
তাহলে কোন অপূর্ণতায় তুমি এমনটি করলে ?
বিশ্বাস কে চার দেয়ালে নিরাপদ রেখে এসেছিলাম, সেখানে বেলকনি বেয়ে ছোট্ট জানালায় যে দুস্ট বাতাস বয়ে যাবে, ভাবিনি কখনো ।
তুমি হয়তো নতুন প্রেমিকের স্বপ্নে বিভোর, আমার আকাশে বিবর্ণ মহামারীর আলপনা ।
সময়ের স্রোতে ভাসতে ভাসতে আমিও হয়তো পৌছাবো দিগন্তের কোন এক সীমানায় ।
কোন এক মনিষি বলেছিলেন " যে চলে যায়, সে হয়তো তোমার ছিল না "।
হয়তো তাই, তুমি কখনো আমার ছিলে না।।
ভাল থেকো, যেখানে বিশ্বাস জন্ম দিবে, সেখানে তার লালন করো । তাহলেই প্রকৃত সুখ পাবে ।
ইতি
তোমার
এক্স

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ