চিঠিঃ

তৌহিদুল ইসলাম ১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ০৪:৪২:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

আমি একটি চিঠি লিখে পোস্ট করেছিলাম একবার, তবে প্রাপকের ঠিকানা দেইনি। ডাকপিয়ন ফেরত চিঠি নিয়ে এসে বলে- প্রাপক কই?

উত্তরে বলেছিলাম - কেন ঐ আকাশ।
ডাকপিয়ন মুচকি হেসে বলেছিলো - ও আপনার প্রেমিকার নাম বুঝি আকাশ?

এরপর অনেকদিন কেটে গেছে, ডাকপিয়ন আর আসেনি। পরে জেনেছিলাম সে নাকি চিঠিখানি হাতে নিয়ে আকাশের ঠিকানা খুঁজে বেড়ায় রাত দিন।

আজ আমার হাতে হাসপাতালের মর্গ থেকে একখানা চিঠি এসেছে, প্রাপকের জায়গায় আমার নাম লেখা। মানুষ মরে গেলে মর্গে রাখে জানতাম কিন্তু মর্গ থেকে চিঠি আসাটা অদ্ভুত !

চিঠিতে আঁকাবাঁকা অক্ষরে লেখা- আমি আপনার সেই চিঠিখানা আকাশে পৌঁছে দিয়েছিলাম, তবে প্রাপক ছিলো ভুল ঠিকানার। তার নাম আকাশ নয় মোনালিসা, আকাশের অপ্সরী সে ; আকাশেই তার বসবাস। আমায় ক্ষমা করবেন।

আমি কৃতজ্ঞচিত্তে মনে মনে উত্তর দিলাম- বন্ধুবর, ভাগ্যিস আপনি ভুল ঠিকানায় চিঠিখানা পোষ্ট করেছিলেন। মোনালিসা আসল প্রাপক খুঁজতে এসে আমাকেই চিঠির প্রেরক ভেবে খামে ভরিয়েছে।

ছলছল চোখ থেকে টপ করে দু'ফোটা অশ্রু গড়িয়ে পড়লো আমার হাতে ধরা চিঠিখানিতে। আহা! ডাকপিয়নটা বড্ড ভালো ছিলো। না হলে কি আর আমি মোনালিসাকে পেতাম?

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ