চাওয়া পাওয়া ৪

উর্বশী ২০ জুলাই ২০২০, সোমবার, ০২:১৬:৫৮অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

"  চাওয়া পাওয়া "(৪)

মাধবীলতার মত দোল খায় বুকেরগহীনে

মনের চাওয়া পাওয়া গুলো,

গোলাপের মত বিকশিত হয় কখনোবা ইচ্ছেগুলো।

তোমাকে ছুঁয়ে দেখার আকাঙক্ষা  জাগ্রত হলে,

টলমল যৌবন স্ফীত হয় জল ভরা মেঘের মত।

হিমেল শিশিরেও  তোমায় নিয়ে ভাবতে,

ভাসতে থাকি ভাসতে থাকি সুখকর মহাকাশে।

এক চিলতে সোনালী রোদের বিচ্ছুরণ ঘটায় স্বপ্লীল বাসরে,

কুহেলিকার সুখের আবেশে তখন নেমে আসে,

আমার বুকের আঙিনায় ধীরে ধীরে।

মলিন ধূসরে মৃত্তিকা হয় চৌচির বুকের পুষ্পকুঞ্জ,

শরৎ, হেমন্ত, বসন্ত কিংবা ফাগুন,

অবিরাম নিমিষেই চলে যায় নির্বাসনে,

তবুও তোমায় ছুঁয়ে দেখার স্পৃহা  জাগে অতৃপ্ত অন্তরে।

জীবনের বাকিটা সময় চাওয়া আর পাওয়ার শেষ নেই,

কখনও  স্বর্গ নিয়ে সুখ খুঁজে মুক্ত বিহংগের মত,

আকাশ থেকে  মুখোমুখি আকাশে,

শিশির ভেজা প্রত্যুষে ভাবনার পৃথিবী  ফিরে যায় অবশেষে।

এলোমেলো নিদারুণ ভাবনার সমীরণে অতিবাহিত হতে চায়,

বিষাদের মন নির্বাসনেও সুখের প্রশান্তি খুঁজে বেড়ায়।

 

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ