চাওয়া পাওয়া৷– ৫

উর্বশী ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০২:২৬:৪৫অপরাহ্ন কবিতা ৩৭ মন্তব্য

 

আসসালামুআলাইকুম।

আমি  উর্বশী।সোনেলা পরিবারের নতুন সদস্য।এই পরিবারের মাননীয় এডমিন ও মডারেটর গন,শ্রদ্ধেয় বিশিষ্ট গুনীজন,এবং সোনেলা পরিবারের অন্যান্য সদস্যগন আপনাদের সবাইকে জানাই আমার  আন্তরিক ধন্যবাদ সহ সালাম ও কৃতজ্ঞতা। এই পরিবারে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আমি এই পরিবারের সাফল্য ও দীর্ঘায়ু  কামনা করি,সকলের জন্য অফুরান ভালোবাসা ও শুভকামনা।

============================================================

চাওয়া পাওয়া--৫

এলোচুলে প্রদীপ হাতে নিয়ে,
স্নিগ্ধ মালতীর সৌরভ ছড়িয়ে,
অধীর নয়নে তোমার অপেক্ষায়,
পাখিদের কলতানে মুখরিত সন্ধ্যায়।
উদ্ভাসিত চাঁদ কলঙ্কেের চিহ্ন নিয়ে অধরা দিয়েছে ধরা
স্মৃতির হাওয়া এসে তোমার দরজায় নেড়েছে কড়া।
চোখের কোণে যদি অশ্রু জমে,
তাই বলে কি দুঃখ কিছু কমে ?
আচ্ছা অশ্রুগুলো কি রোদ্দুরে শুকায়?
নাকি আকাশ শুধুই মুখ  লুকায় ?
সেই অনেকদিন থেকে নিজেরই সাথে কথা বলে এসেছি,
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে হেঁটেও চলেছি।
কখনও দেখেছি ধূসর জগৎ , কখনও বা বিষ্ণণ্ণ মন,
তবুও অমৃত সুধা ঢেলে দিয়ে সুরভি ছড়াতে চায় তোমার নয়নে নয়ন।
দৃষ্টির সীমানা থেকে সরিয়ে দিয়েছি  রেশমি পর্দা,
খুলে দিয়েছি আছে যত সব দরজা জানালা।
বিচ্ছুরিত আলোকরশ্মিতে তোমার আলোয় আলোকিত হবে সারা ঘর।
মুগ্ধ চোখে অবাক হয়ে দেখতে চাই তোমার অবারিত সুন্দর।
এখনো অপেক্ষমাণ, খোলা বাতায়ন,
দূর থেকে চেয়ে আছে দুটি স্থির নয়ন।
ধীরে ধীরে গাঢ় অন্ধকার ঢেকে ফেলে,
নিজের ইচ্ছায় জোনাকিরাও উড়ে চলে।
অতৃপ্ত মন তোমার ছোঁয়া পেতে চায়,
সেই কতক্ষণ দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ