চলার পথ।

রিতু জাহান ১৫ মে ২০১৬, রবিবার, ১০:১৩:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩১ মন্তব্য

দ্বিধাগ্রস্ত টলমাটাল এক জীবনে,

স্বর্গীয় এক অলোর জন্য আমি অপেক্ষা করেছি অনন্তকাল।

আমি অপেক্ষা করেছি, সত্যের জন্য।

আমার বুকের মাঝে আকাঙ্খার দীপালি অনন্তকাল ধরে নিভে আছে, জাগতিক জীবন চাকার তলে। তাই হৃদয় হয়েছে অবস মোর।

অজয় কোনো আকাঙ্খাই তাই লালন করতে ভুলে গেছি।

আমি তো জেনেছি, নারীর জীবনের সব লক্ষ্যই দদুল্যমান।

দানে পাওয়া ক্ষণিক আলোর ঝলকানি

আমার সহ্য হয় না।

দয়ায় পাওয়া দানের সুখ যে আমার নয়।

তাই অবস করে রেখেছি, হৃদয়ের অনুভূতি সম।

কিন্তু, তপ্ত হৃদয়, বড়ই বেহায়া তুমি, শীতল হতে চাইলে, পবিত্র এক শীতল ছায়ার মায়ায়।

ছায়ার মায়া শক্ত হাতে ধরে বলল,"এগিয়ে চল মুক্ত আবেগে সম্মুখ পানে।

বিছিয়ে রেখেছি তোমার জন্য, শিশিরভেজা জোৎস্নাধৌত রূপালী ঘাস, যাকে তুমি বল, ঘাসবুক। তুমি মাড়িয়ে চল, কোনো ভয় নেই এই দেখ শক্ত করে ধরেছি এই হাত।

কেউ তোমার চলার পথে বিঘ্ন ঘটাবে না, কিন্তু বড় বেশী উতলা তুমি, তোমার এই উতলা হওয়াতে আমার ভয়।

 

 

 

 

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ