ঘড়ি (শিশুতোষ ছড়া)

শাহিন বিন রফিক ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৮:৫৮:১৬পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

টিক টিক করে ঘড়ি
বলে কি জানো?
বলে সে, ঠিক সময়
সব কাজ করো।

খুব ভোরে জলদি
ঘুম থেকে উঠো
প্রার্থনা শেষ করে
বই নিয়ে বসো।

নাস্তা শেষ করে
বই-খাতা গুছিয়ে
ব্যাগটা কাঁধে নিয়ে
স্কুলে চলো।

দুপুরের টিফিনটা
ঠিকমতো খেয়ো
ছুটি হলে বাড়ি ফিরে
পরে মাঠে যেও।

সন্ধ্যা হওয়ার আগে
খেলা শেষ করো
এ দিক ও দিক না ঘুরে
বাড়ি ফিরে এসো।

বই নিয়ে টেবিলে
সবার আগে বসো
স্কুলের সব পড়া
মন দিয়ে পড়।

এভাবে প্রতিদিন
দেয়ালের ঘড়িটা
টিক টিক করে
বলে দিচ্ছে সময়টা।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে
  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে
  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে
  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে
  • শাহিন বিন রফিক-এর সড়ক পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ