ঘুম দেবে, ঘুম!

সুপর্ণা ফাল্গুনী ২০ জানুয়ারি ২০২০, সোমবার, ০৪:৪৩:২৮অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

আমাকে একটু ঘুম দেবে, ঘুম!
উল্লাসে ঘুমাবো, ব্যথায় ঘুমাবো।
আনন্দে ঘুমাবো, কষ্টেও ঘুমাবো।
রাশি রাশি ঘুম দিবে, ঘুম!
স্বপ্নে ঘুমাবো, জাগরণেও ঘুমাবো।
কান্নায় ঘুমাবো, হাসিতে ও ঘুমাবো।

শান্তির ঘুম দিবে, ঘুম!
অশান্ত পবনে ঘুমাবো, শান্ত ঝড়ে ঘুমাবো।
উত্তাল ঢেউয়ে ঘুমাবো, নিরুত্তাপ ভূমিতে ঘুমাবো।
আকুঞ্জনে ঘুমাবো, প্রসারণে ঘুমাবো।

ঘুম দেবে, ঘুম!
আবাহনে ঘুমাবো, বিসর্জনে ঘুমাবো।
শুক্লা পঞ্চমীতে ঘুমাবো,
অমানিশার আঁধারে ঘুমাবো।
হৃদ্যতায় ঘুমাবো, শত্রুতায় ঘুমাবো।
বেলা-অবেলায় ঘুমাবো,
হর্ষে-বিষাদে ঘুমাবো।
দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!

ঘুমের বসন অঙ্গে জড়িয়ে স্বপ্ন বিভোরতায় ঘুমাবো;
দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ